এম তাজিম কে সভাপতি করে সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

এম তাজিম কে সভাপতি করে সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :
সাবেক ছাত্র নেতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এম তাজিম কে সভাপতি করে কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ১৯ আগস্ট সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমতি ক্রমে বিদ্যাল পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক চিটির মাধ্যমে এডহক কমিটির নতুন দায়িত্ব প্রাপ্তদের জানানো হয়।
এ চিটির মাধ্যমে শিক্ষক প্রতিনিধি হিসাবে মতিউর রহমান, অভিভাবক প্রতিনিধি মো আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও এডহক কমিটির মেয়াদ ৬ মাস উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্য একটি ম্যানেজিং কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।