সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২
‘হল্যান্ড থেকে অনেকেই বাংলাদেশের ফুটবল দেখেন’
স্পোর্টস ডেস্ক
‘হল্যান্ড থেকে অনেকেই বাংলাদেশের ফুটবল দেখেন’
আন্তর্জাতিক পরিসরে ক্রিকেটে ভালো অবস্থান গড়ে নিলেও ফুটবলে অনেক পিছিয়ে বাংলাদেশ। অন্যদিকে ঠিক উল্টোটা ইউরোপের দেশ নেদারল্যান্ড বা হল্যান্ডের বেলায়।
ক্রিকেট সেভাবে বুঝে উঠতে না পারলেও আন্তর্জাতিক ফুটবলে দুর্দান্ত নেদারল্যান্ড। বিশ্বকাপে ফেবারিট হিসেবে অংশ নেয় দেশটি।
দুই দেশের ফুটবল র্যাংকিংয়ে বিস্তর ব্যবধান। নেদারল্যান্ড যেখানে ফিফা র্যাংকিংয়ে ৮ম সেখানে বাংলাদেশের অবস্থান ১৯২তে!
আর র্যাংকিংয়ে এতোটা নিচের দলের ফুটবল খেলা দেখে হল্যান্ডের বাসিন্দারা!
এমনটাই জানালেন জাতীয় দলের নির্ভরযোগ্য ফুটবলার তারিক কাজী।
এ বাংলাদেশি ফুটবলার ফিনল্যান্ডেরও নাগরিক। প্রিমিয়ার লিগ শেষে ছুটি কাটাতে সম্প্রতি ফিনল্যান্ডে যান তারিক। সেখান থেকে ডাচ বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নেদারল্যান্ডসে।
স্বভাবতই বন্ধুদের আড্ডায় আলোচনায় ছিল ফুটবল। আলোচনার এক পর্যায়ে হল্যান্ডের অনেকেই বাংলাদেশের ফুটবল অনুসরণ করেন বলেন জানান।
তারিক বলেন, ‘হল্যান্ড থেকে বাংলাদেশের ফুটবলে অনেকেই দেখেন। বিশেষ করে জাতীয় দলের ম্যাচ তারা আগ্রহ নিয়েই দেখে।’
চোটের কারণে এশিয়া কাপ বাছাইয়ে জাতীয় দল থেকে ছিটকে পড়েন তারিক। চোট সেরে ফের জাতীয় দলে ফিরেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে জাতীয় দলের অনেকেই আমার ক্লাবমেট। একই সঙ্গে ক্লাবে অনেক সময় কাটিয়েছি। ফলে আমার কাছে বিশেষ কিছু মনে হচ্ছে না।’
লিগের পর তিন সপ্তাহের বেশি ছুটিতে ফিটনেসের উপর কাজ করছেন বলে জানালেন তারিক।
বললেন, ‘এখন ফিটনেস নিয়েই কোচ বেশি জোর দিয়েছেন। কারণ আমরা বেশ কিছু দিন খেলার বাইরে ছিলাম।’
সুত্র : যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি