সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২
কানাইঘাটে সরকারি কর্মকর্তাদের নিয়ে জেছিসের টাউনহল মিটিং অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক ::
এডাব কর্তৃক বাস্তবায়নাধীন কোভিড-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা জেছিস’র উদ্যোগে কানাইঘাট উপজেলায় টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
জেছিসের নির্বাহী পরিচালক ও এডাব সিলেট জেলার সভাপতি এ টি এম বদরুল ইসলামের সভাপতিত্বে রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুবল চন্দ্র বর্মন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোভিডের শুরুর সেই দুঃসময় এখনো আমাদেরকে পীড়া দেয়। কঠিন পরিস্থিতির সম্মুখীন থেকেও আমরা মানুষের সেবায় কাজ করেছি। তবে এখনো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। কাজেই এ ব্যাপারে ব্যাপক সচেতনতার বিকল্প নেই।এ জন্য মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মাস্ক পরিধান করা, ভ্যাকসিন গ্রহণ, হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা, ভীড় ও জনসমাগম এড়িয়ে চলার উপর গুরুত্ব দেন তিনি। একই সাথে করোনার গণ ঠিকা কার্যক্রমে এডাবের এই প্রকল্পের উদ্যোগে পাড়ায় মহল্লায় মাইকিং মানুষকে ঠিকা গ্রহণের ক্ষেত্রে আগ্রহী করেছে বলে মন্তব্য করেন তিনি।
এডাবের কোভিড-১৯ প্রকল্পের জেলা সমন্বয়কারী শওকত হাসান আকঞ্জীর সঞ্চালনায় টাউনহল সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিয়াজ মাহমুদ তমাল, সাংবাদিক খালেদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রকল্পের আইএসপি কর্মকর্তা মনির হোসাইন, জেছিস কর্মকর্তা শাহিন আহমদ, দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশীদ প্রমুখ।
শুরুতে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রকল্পের জেলা সমন্বয়কারী শওকত হাসান আকঞ্জী ।
মতবিনিময় সভায় কানাইঘাটের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি