সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২
অনলাইন ডেস্ক :: বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রাজপথেই খেলা হবে বলে ঘোষণা দিয়েছেন যুবলীগের নেতৃবৃন্দ। তারা বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত গোষ্ঠী বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। দুর্নীতির বরপুত্র তারেক জিয়া লন্ডন থেকে শান্তির বাংলাদেশকে ‘টেকব্যাক বাংলাদেশে’র নামে আবারও বাংলাদেশকে পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়! বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ সাধারণ জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। বিএনপি-জামায়াত চক্র যেখানেই নৈরাজ্য সৃষ্টি করবে, রাজপথেই তাদের বিরুদ্ধে ‘খেলা হবে’।
আজ বিকালে রাজধানীতে পৃথক দু’টি সমাবেশ থেকে যুবলীগের নেতৃবৃন্দ এমন ঘোষণা দেন। বিকাল ৩টায় রাজধানীর ভাটারা ও কদমতলিতে দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তাণ্ডবের প্রতিবাদে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের উদ্যোগে পৃথক এ দু’টি সমাবেশের আয়োজন করে।
ভাটারায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দীন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডাক্তার হেলালউদ্দিন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল আলম অনিক, পরিবেশ সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম ও কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান সুমন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, মানুষের জানমালের ওপর বিএনপি-জামায়াত কোন আঘাত হানার চেষ্টা করলে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথেই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি-জামায়াত সারাদেশে আন্দোলনের নামে পেট্রোল বোমা দিয়ে হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তারা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। তারা আবারও আন্দোলনের নামে মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণ তাদেরকে আর দেখতে চায় না।
কদমতলিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় রাজধানীর কদমতলির নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি