প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন রুবেল-শফিউল

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন রুবেল-শফিউল

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন রুবেল-শফিউল

স্পোর্টস ডেস্ক

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দেশের দুই তারকা পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম। তাদের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচকরা।

বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট খেলে ৭৬.৭৮ গড় ও ১১৭.৩১ স্ট্রাইক রেটে রুবেল নিয়েছেন ৩৬ উইকেট। ২০০৭ সালে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক হয় তার।

সর্বশেষ ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলেছিলেন তিনি। প্রায় ১৫ বছরে ৬০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৯৭ উইকেট নিয়েছেন তিনি।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন আসর মাঠে গড়াচ্ছে অক্টোবরে। এর আগে রুবেলই সরে দাঁড়ালেন। কারণ হিসেবে তিনি বলেছেন- নতুনদের সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

অবসর নেওয়া আরেক পেসার শফিউল ইসলাম দেশের হয়ে ১১ টেস্ট খেলে নিয়েছেন ১৭ উইকেট। এছাড়া প্রথম শ্রেণিতে ৬২ ম্যাচে ১৬৪ উইকেট পেয়েছেন তিনি।

সূত্র : যুগান্তর