গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

অনলাইন ডেস্ক :: গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

এবিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, আগুনের সংবাদ পেয়ে গাজীপুর সদর থেকে ২টি ও ডিবিএল থেকে একটিসহ মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, পশ্চিম আমবাগ এলাকার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন পাশের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, কোনাবাড়ির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র : বিডি-প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ