সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা

সিলেট বিভাগে বিদ্যুৎ সংকট জরুরী ভিত্তিতে নিরসনের দাবী

সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর সভায় বক্তাগণ সিলেট বিভাগে নিয়ন্ত্রণহীন লোডশেডিংয়ের কারণে সর্বত্র অচলাবস্থা বিরাজ করায় গভীর উদ্বোগ প্রকাশ করেন এবং বিদ্যুৎ সংকট নিরসনকল্পে অন্যান্য বিভাগের সাথে সামঞ্জস্য রেখে হিস্যা অনুপাতে জাতীয় গ্রীড হতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহের দাবী জানান।

গতকাল ১৬ অক্টোবর রোববার বিকালে সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক জরুরী সভায় বক্তাগণ এ দাবী জানান। নগরীর ৬নং সুরমা ম্যানশন ৩য় তলাস্থ সিলেট বিভাগ গণদাবী ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট।

বিভিন্ন বিষয়ে সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, সাবেক মেম্বার ইর্শাদ আলী, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, শওকত আলী, এম.এ জলিল প্রমুখ।

সভায় প্রবাসীদের দেশের সম্পত্তি সম্পর্কে আমমোক্তারনামা প্রদান সম্পর্কে অহেতুক জটিলতা সৃষ্টি করায় তারা নানা ভাবে হয়রানী ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে এ সমস্যা নিরসনের জন্য জোর দাবী জানানো হয়। দেশে ও প্রবাসে পাস্টপোর্ট প্রদানে বিলম্ব ও হয়রানীর কারণে প্রবাসী ও ভুক্তভোগী জনগণ অহেতুক হয়রানী ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এহেন অবস্থা নিরসনে দ্রুত সময়ে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত এবং জনসাধারণের ভোগান্তি লাগবের জন্য সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার পাসপোর্ট অফিসে জনবল ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবী জানানো হয়।

জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনে ভুল সংশোধনে জনগণের ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছে। দ্রুত সময়ে এবং উপজেলা নির্বাচন অফিসে, ইউনিয়ন ও পৌরসভায় জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সংশোধনের যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
ই-নামজারির নামে ভূমি অফিসে জনদুর্ভোগের একটি নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং নামজারির জন্য সকল শ্রেণির মানুষ নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছেন। এহেন অবস্থা নিরসনে ই-নামজারির পাশাপাশি ম্যানুয়েল পদ্ধতিতে নামজারির আবেদন গ্রহণ এবং ই-নামজারি প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য আরো সহজিকরণ করার জোর দাবী জানানো হয়।

গত ১৪ অক্টোবর শুক্রবার রাতে সিলেট-ঢাকা পুরানো মহাসড়কের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় রাত ১০টার দিকে কয়েকটি যানবাহনে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ও সার্জারী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন সহ কয়েকটি গাড়ির যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাতের বেলায় মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীদের নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ