ব্রাজিল এখন আর কেবল নেইমার নির্ভর নয় : কাফু

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

ব্রাজিল এখন আর কেবল নেইমার নির্ভর নয় : কাফু

অনলাইন ডেস্ক :: আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে খেলোয়াড়, কোচ ও বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ সমর্থক পর্যন্ত নিজেদের পছন্দের দলগুলোর সামর্থ্য নিয়ে অঙ্ক কষছেন। আলোচিত দলগুলোর মধ্যে এবারও উন্মাদনার শীর্ষে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল দলের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার কাফু। তিনি বিশ্বাস করেন ব্রাজিল এখন আর ওয়ান-প্লেয়ার দল নয়। শুধুমাত্র নেইমারের উপর নির্ভরশীলতার তকমা থেকে বেরিয়ে এসে কাতারে খেলতে যাচ্ছে ব্রাজিল।

২০০২ সালের ফাইনালে জার্মানীকে ২-০ গোলে হারানোর পর এ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা পাওয়া হয়নি রেকর্ড পাঁচবারের বিজয়ী ব্রাজিলের। ঐ সময় থেকে বিশ্বমঞ্চে আধিপত্য দেখিয়েছে ইউরোপীয়ান দলগুলো। ইউরোপিয়ানদের আধিপত্যে ২০০৬ সালে ইতালি, ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি এবং ২০১৮ সালে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।
ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো সাবেক রাইটব্যাক কাফু চারদিনের সফরে ভারতে রয়েছেন। দেশটির টেনিস কিংবদন্তী লিয়েন্ডার পেজদের নিয়ে একটি ‘অলস্টার’ প্রদর্শনী ম্যাচ খেলবেন কাফু। এছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে অংশ নেবেন দাতব্য কাজেও। ইতালিয়ান সিরি-আ লিগে রোমা ও এসি মিলানে ক্যালিয়ারের স্বর্ণালী সময় কাটানো কাফুকে বিবেচনা করা হয় দেশটির শীর্ষ লিগে সর্বকালের সেরা ফুলব্যাকদের একজন হিসেবে। -বাসস।

সূত্র : এনডিটিভি।

বিডি-প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ