৯৪ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

৯৪ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনঃতদন্তের নির্দেশ

অনলাইন ডেস্ক :: অনিয়মের অভিযোগে স্থগিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হচ্ছে গাইবান্ধার উপনির্বাচনে স্থগিত ৫২টি কেন্দ্র বাদে বাকি ৯৪টি কেন্দ্র, যেগুলোর বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত দেইনি, আমরা যেগুলো পুরোপুরি পর্যবেক্ষণ করিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি কমিটি আমাদের সিসিটিভি ফুটেজ দেখে ওর ওপর একটি পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে।’

‘সে লক্ষ্যে আমরা একটি কমিটি করে দিয়েছি। আগের যে কমিটি, ওরাই এটা করে আমাদের ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পরে গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে,’- বলেন তিনি।

বিডি প্রতিদিন