সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২২
সিসিক কাউন্সিলরবৃন্দের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
সিলনিউজ বিডি ডেস্ক :: বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, পরিস্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। এই পবিত্রতাকে সামনে রেখে জনসচেনতা গড়ে তুলতে সিলেটের পবিত্র জায়গা হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় পরিস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা একটি প্রসশনীয় উদ্যোগ। রাষ্ট্র সব সময় দেশের ও দেশের মানুষের জন্য কাজ করে থাকে। ঠিক তেমনিভাবে ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সমাজ উন্নয়নের জন্য কাজ করে যাওয়া উচিত। সিলেট একটি আধুনিক ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সকলেরই সহযোগিতা প্রয়োজন এবং ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে পবিত্রতা বজায় রাখতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। আমাদের কাউন্সিলরবৃন্দ সমাজ উন্নয়নে যে উদ্যোগ নিয়েছে আমি এর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি শনিবার (৫ নভেম্বর) রাতে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গনে সিসিকের কাউন্সিলরবৃন্দের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে সংক্ষিপ্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর সাইফুল আলম বাবর, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর তকবিরুল ইসলাম পিন্টু ও কাউন্সিলর ইলিয়াসুর রহমানের উদ্যোগে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পরিস্কার-পরিচ্ছন্নতাকালে সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি ছাদিকুর রহমান ছিদ্দিক, হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ সভাপতি জুনেদ আহমদ শওকত, মো. লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো. মাহবুব, সদস্য তানিমুল ইসলাম, এসএম মোর্শেদ আহমদ টিপু, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, মোছেদ্দেক উন নবী, শাবিপ্রবির সহকারি প্রকৌশলী জয়নাল আহমদ চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, এনামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি