আওয়ামী লীগ বিরোধীরা হাওয়ার উপর আছে : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

আওয়ামী লীগ বিরোধীরা হাওয়ার উপর আছে : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

সিলনিউজ বিডি ডেস্ক :: আওয়ামী লীগ বিরোধীরা হাওয়ার উপর আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি। তিনি বলেন- আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল। এ দলের বিরোধীরা হাওয়ার উপর আছে। এরা কেবল মিথ্যে প্রচারণা চালাতে পারে। এদের ভিত্তি দুর্বল। তবে আমরা এক হয়ে মাঠে নামলে কেউ আমাদের ঠেকাতে পারবে না। কারণ আওয়ামী লীগ জনগণের দল।

তিনি বলেন- ‘আমি নির্বাচনে কিছু ওয়াদা করেছিলাম। তার প্রায় অর্ধেকই সম্পন্ন করেছি। ধীরে ধীরে সবকিছু হচ্ছে এবং হবে। এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। দেশের মঙ্গল ও নিজেদের অস্তিত্বের স্বার্থে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।’

রোববার (৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরের রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে পররাষ্ট্র সম্পর্ক উন্নয়ন করে আন্তর্জাতিক ভাবে যেসব দেশ আগে বাংলাদেশকে পাত্তা দিতো না, তারাও এখন আমাদের সম্মানের চোখে দেখে। বিএনপি সমবসময় বলে দেশে মানবাধিকার নেই। অথচ বাংলাদেশ এবার সর্বোচ্চ ভোটে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।’

সিলেট-১ আসনের এ সাংসদ বলেন- ‘এখন পুরো বিশ্বই সঙ্কটে আছে। কেউ স্বস্তিতে নেই। তবে বৈশ্বিক মন্দা মোকাবেলায় প্রধানমন্ত্রী দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করে রেখেছেন। তাই মন্দায় একটু হয়তো কষ্ট পাবো, তবে আমাদের খুব একটা সমস্যা হবে না। খাদ্যের কোন ঘাটতি হবে না।’

তিনি আরও বলেন- ‘স্বল্প আয়ের মানুষের যাতে সমস্যা না হয় তার জন্য প্রায় দেড় কোটি মানুষকে টিসিবি ও ৫০ হাজার লোককে বিজিবির মাধ্যমে ১৫ টাকা করে চাল দেয়া হচ্ছে, এবং এ কার্যক্রম আরও কয়েক মাস ধরে চলবে।’

এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আর প্রধান বক্তার বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনে সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাফিজ মজুমদার এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ