সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক:: বৃহস্পতিবার লকডাউনের সিদ্বান্ত থেকে সরে আসলো সিসিক। মঙ্গলবার নগর ভবনে সিসিক পর্ষদ ও সুশীল সমাজের বৈঠক থেকে এই সিদ্বান্ত গ্রহণ করা হয়। নতুন সিদ্বান্ত অনুযায়ী বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শনিবার থেকে লকডাউন কার্যকর করার জন্য একটি প্রস্তাবনাও তৈরি করা হয়। এই প্রস্তাবনা লিখিত আকারে পেশ করে জেলা প্রশাসকের অনুমতি প্রদানের পর পরই লকডাউন কার্যকর করা হবে বলে বৈঠকে জানিয়ে দেওয়া হয়।
প্রস্তাবনায় যুক্তি দেখিয়ে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার লকডাউন কার্যকর হলে অনেকের কাছে নিজেদের ঘুচিয়ে নিতে পর্যাপ্ত সময় না থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ব্যবসায়ী,ক্রেতা-বিক্রেতাসহ নিম্নআয়ের লোকজন আরো দুই দিন সময় হাতে পেলে এরই ফাঁকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন বলেন, নগর ভবনে মঙ্গলবারের সভায় বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সিসিক মেয়রসহ পরিষদবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকলের সম্মতিক্রমে বৃহস্পতিবার নির্ধারিত লকডাউন কর্মসুচী পরিবর্তন করে শনিবার থেকে তা কার্যকর করার বিষয়ে সিদ্বান্ত গৃহিত হয়। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রস্তাবনা পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
এর আগে সিলেটে আগামী বৃহস্পতিবার থেকে লকডাউনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার (১৬ জুন) সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসকের সাথে বৈঠকে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি