কামরান ভাই আচার-ব্যবহার ও ভালোবাসা দিয়ে জয় করেছিলেন সকলের মন

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

কামরান ভাই আচার-ব্যবহার ও ভালোবাসা দিয়ে জয় করেছিলেন সকলের মন

সিলনিউজ বিডি :: আপনাকে আমি সর্বপ্রথম দেখি বর্ণমালা স্কুলের পাম্প এর ওয়ালে পোস্টারে ২০০৩সালে আপনি তখন মেয়র পদপ্রার্থী ছিলেন,পাশ ও করেছিলেন বিপুল ভোটে আমাদের সেন্টার বর্ণমালায়,যখন প্রতিদিন মাটে খেলতে যেতাম আপনার পোস্টার দেখে মনে মনে ভাবতাম কখন হবে আপনার সাথে দেখা ২০০৫সালে আপনি আসলেন বর্ণমালা স্কুলের ক্যাম্পাসে আপনার আচার আচরণ দেখে অনেক ভালো লাগলো। আমার নানা হাজি মনোহর আলী(কাজির বাজার এর বিশিষ্ট সাদা ব্যবসায়ী) তখন অসুস্থ,রিকাবীবাজার আইডিয়াল হসপিটালে ভর্তি আপনি শুনে আসলেন উনাকে দেখতে।আপনি সিলেটের মেয়র তখন চিন্তা করলাম আমার নানাকে সিলেটের মেয়র দেখতে আসছেন এই কথা চিন্তা করতেই অনেক ভালো লাগলো। আপনার একটা কথা অনেক স্পষ্ট মনে আছে আমার,যে মনোহর ভাই ছাড়া কোরবানীর গরু লওয়াত আমি টগা খাইলাই। আমি ছাত্রলীগ করতাম, প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ৯নং ওয়ার্ড ছাত্রলীগ,৯নং ওয়ার্ড ছাত্রলীগ এর ব্যানার এ রাহাত-এমরুল ভাইয়ের নেতৃত্বে যখনই কোর্ট পয়েন্ট মিছিল সহকারে গিয়েছি তখন আপনার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতাম।

সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব আলম খান মুক্তি ভাইয়ের নেতৃত্ব যত প্রোগ্রামে গিয়েছি,তত প্রোগ্রামে আমি আপনার পাশে গিয়ে দাড়াতাম অনেক ভাল লাগত প্রিয় নেতা,আপনার পাশে দাড়ালে অনেক ভাল লাগত,হয়ত আর দাড়াতে পারব না।

যাই হোক প্রিয় নেতার সাথে শেষ কথা হয়েছিল রিকাবীবাজার অডিটোরিয়াম এর সামনে সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব আলম খান মুক্তি ভাইয়ের উদ্যোগে ইফতার বিতরনীতে আপনি আমাকে বলেছিলেন যদি আলম খান মুক্তি ভাইয়ের মত আরো অনেক নেতা এগিয়ে আসতেন তাহলে অনেক গরীব মানুষের উপকার হত(যদিও তিনি সিলেটি ভাষায় বলেছিলেন) আমি শুধু বলেছিলাম জি অয় লিডার।

আপনার সমগ্র চিন্তা ভাবনা ছিলো গরীবদের নিয়ে।ডাকের একটা কথা আছে,যদি মেয়র কামরান কে রিক্সা ওয়ালা ও সালাম দেয় তাহলে মেয়র কামরান অন্তত গাড়ি থেকে নেমে বুকে জড়িয়ে নেন।

আপনি আপনার কাজের মাধ্যমে আচার-ব্যবহার দিয়ে জয় করে জনতার কামরান হয়েছেন। আপনার শুন্যতা পূরণ হওয়ার নয়।

বুক ফেটে একটা চিৎকার আসে সিলেটবাসির প্রিয় নাম বদর উদ্দীন কামরান।

লেখক : মো : সাদিকুর রহমান সোহাগ (আহবায়ক কমিটির সদস্য ৯নং ওয়ার্ড যুবলীগ সিলেট মহানগর) (প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি৯নং ওয়ার্ড ছাত্রলীগ সিলেট মহানগর শাখা)

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
18192021222324
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ