দিরাইয়ে আ.লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৪

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

দিরাইয়ে আ.লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৪

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার এজহারনামীয় ৪ আসামীকে গ্রেফতার করেছে দিরাই থানার পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তপন বলেন, শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তাড়ল গ্রামের আব্দুল মালিক চৌধুরীর ছেলে নুরে আলম চৌধুরী (৫৫), চন্ডিপুর গ্রামের আব্দুল আলেকের ছেলে রহমত আলী(৩৮), ঘাগটিয়া গ্রামের আপ্তাব আলীর ছেলে রায়হান মিয়া( ২১) ও চান্দপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাসের ছেলে শনজু দাস(৩৭)।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বাদী হয়ে সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেনকে প্রধান আসামী করে ৮১ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আদালতের বিচারক সাইয়েদ মাহবুব হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।পরে আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর মর্মে আদেশ দিয়ে তদন্তের নির্দেশ দেন।

প্রসঙ্গত গত ১৪ নভেম্বর দুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মোশাররফ মিয়াকে মঞ্চে উঠতে বাধা দিলে তার অনুসারিরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সম্মেলনের মঞ্চে এসময় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি নোমন বখত পলিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম-সহ কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তারা সামনে ও মাথার ওপরে চেয়ার রেখে আত্মরক্ষার চেষ্টা করেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ