পরপারে ভালো থাকবেন হে মহান নেতা …..

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

পরপারে ভালো থাকবেন হে মহান নেতা …..

রাজেশ সরকার :: দলমত নির্বিশেষে সিলেটের মানুষ যেকোন বিপদে পরলে 999 এ কল দিতোনা, কল দিত বদরউদ্দিন আহমদ কামরান ভাইকে,

শহরের কোন জায়গায় সমস্যা হলে জনগন আস্থা সহকারে কল দিতো কামরান ভাইকে।

কোন বাড়ির পারিবারিক সংঘর্ষ হয়েছে সেখানে কল দিত কামরান ভাই,

শ্রমিকরা আন্দোলন করে রাস্তা বন্ধ করে দিয়েছে হাজির কামরান ভাই,

কোথাও আগুন লাগছে সেখানেও উপস্থিত কামরান ভাই,

কোন কর্মী আহত হয়েছে হাসপাতালে সেখানে ছুটে যেতেন কামরান ভাই,

সিলেট বিভাগ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় কামরান ভাই,

সাধারণ মানুষ বা রাজনৈতিক কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে সেখানেও এগিয়ে গেছেন কামরান ভাই,

রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে সেখানে কামরান ভাই,

কোথাও ওয়াজ মাহফিল হচ্ছে সেখানেও কামরান ভাই,

রাজনৈতিক দলের কেহর সাথে সাংবাদিকদের সমস্যা হয়েছে সমাধানেও কামরান ভাই,

গায়ে হলুদ আর বিয়ের দাওয়াত সেখানে কামরান ভাই,

যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা দোকান উদ্বোধন সেখানেও কামরান ভাই,

দরগাহ হযরত শাহজালাল (রহঃ) মাজারে গেছেন সেখানেও দেখবেন বসে আছেন কামরান ভাই।

এমন কোন জায়গা ছিলোনা, যেখানে কামরান ভাইয়ের পদচারনা নাই তা খুঁজে পা-ও সত্যিই মুশকিল!

যে মানুষের কণ্ঠ শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতো আজ সে মানুষটির কন্ঠ স্তব্ধ হয়ে গেছে।

যার ডাকে হাজার হাজার লোকের জনসমাগম হতো সে মানুষটি আজকে চলে গেছেন নিরবে
মহান সৃষ্টিকর্তার ডাকে।

যে মানুষটির পদচারনা সকাল থেকে শুরু হতো সিলেটের অলি গলির পথ দিয়ে আজকে গিয়ে থামলো মানিক পীর (রহঃ) সাহেবের কবরস্থানে।

সিলেটের মাটি ও গণমানুষের প্রিয়নেতা জনবান্ধব ও জনপ্রিয়
এই রাজনীতিবীদের মৃত্যুতে সিলেটে যে শূন্যতার সৃষ্টি হলো,তা সত্যিই অপূরণীয়।

আর কোনদিন দেখা হবেনা কামরান ভাইকে কোনো মিছিল বা মিটিংয়ে।
হুলস্থুল পরিবেশ থামানোর জন্য আর ভেসে আসবেনা কামরান ভাইয়ের কণ্ঠ।

পরপারে ভালো থাকবেন হে মহান নেতা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ