মৌলভীবাজারে নতুন করে ১৪ জন করোনা শনাক্ত ঃ জেলায় মোট আক্রান্ত ২৩১

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

মৌলভীবাজারে নতুন করে ১৪ জন করোনা শনাক্ত ঃ জেলায় মোট আক্রান্ত ২৩১

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলায় নতুন আরোও ১৪জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।

শনাক্ত হলেন, আব্দুস সামাদ আজাদ(৩৭), পিতাঃ আব্দুল জলিল , গ্রাম আকবরপুর, সদর। আরতি মল্লিক ( ৫২), স্বামীঃ নিশি মল্লিক, গ্রাম মাগুরা,উপজেলা জুড়ি। তারেক আহমদ ( ৩২), পিতাঃ আব্দুল মালিক, গ্রাম ভিক্টোরিয়া, উপজেলা জুড়ি। লিপি আক্তার ( ৩০), স্বামীঃ তারেক আহমদ, গ্রাম ভিক্টোরিয়া, উপজেলা জুড়ি। মাহফুজ ( ৯), পিতাঃ তারেক আহমদ,গ্রাম ভিক্টোরিয়া, উপজেলা জুড়ি। মাজেদা আক্তার ( ২৮), পিতাঃ আঃ শুকুর, গ্রামঃ বাড়ইগ্রাম,উপজেলা বড়লেখা, জেল। সানজিদা আক্তার ( ২৬), পিতাঃ আঃ শুকুর, গ্রাম বাড়ইগ্রাম, উপজেলা বড়লেখা।

বিনা রায় (৬২), স্বামীঃ মৃত বাদল রায়, গ্রামঃ লালবাগ, উপজেলা শ্রীমঙ্গল, মোঃ শামীমুর রহমান (৩৫) , পিতাঃ লুৎফর রহমান, গ্রাম: মাতারকাপন, সদর, মৌলভীবাজার, স্টাফ সমাজসেবা অফিস। জসিম মিয়া (৩২), পিতাঃ শফিক মিয়া, গ্রামঃ নিতেরশর, সদর মৌলভীবাজার। এএসআই পারভীন সুলতানা (৩০), স্বামীঃ রুমন মিয়া , মৌলভীবাজার কোর্ট পুলিশ। এএসআই রুমন মিয়া (৩৫), ডিএসবি মৌলভীবাজার সদর। কয়েস আহমদ (৪২), পিতাঃ আব্দুল জলিল, গ্রাম হিলালপুর, সদর, মৌলভীবাজার। বেলাল হোসাইন (২২), পিতাঃ রফিক মিয়া , গ্রামঃ টিলাগাও,উপজেলা কমলগঞ্জ।

নতুন শনাক্ত ১৪ জনসহ মৌলভীবাজার জেলায় মোট করোনা পজিটিভ রোগী ২৩১ জন। সুস্থ হয়েছেন ৭৬ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ