মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিজিবি দিবস পালিত

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিজিবি দিবস পালিত

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনাসভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় বিজিবি শ্রীমঙ্গলে সেক্টরে এ কর্মসূচীর উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান শিকদার, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বিজিবি বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক ও প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সূধীবৃন্দ।

এ সময় সীমান্ত সুরক্ষায় ও দেশের মুক্তিযুদ্ধে বিজিবির অবদান তুলে ধরে বক্তব্যদেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডর। পরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সম্মাননা তুলে দেয়া হয়। বিকেলে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।