সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারে কৃষকের ছদ্মবেশে চুরি মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ ডিসেম্বর) কমলগঞ্জ থানায় কৃষকের ছদ্মবেশে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান গত ১৮ তারিখ দিবাগত রাতে কমলগঞ্জ থানার ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়। মামলার পর থেকেই পুলিশ চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে মাঠে নামে।
গতকাল দুপুরে ইসলামপুরের শ্রীপুর গ্রাম থেকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে আসামি হাবিবুর রহমান আলিফ মিয়াকে গ্রেফতার করা হয়। এরপর কমলগঞ্জ থানার এএসআই মনিরুল ইসলাম এবং এএসআই পরিমল চন্দ্র শীল কৃষকের ছদ্মবেশে ধান ক্ষেতে কাজ করার সময় আসামি ফয়সাল হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিগন এলাকার চিহ্নিত চোর বলে জনশ্রুতি রয়েছে। আসামিরা চুরির ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি