জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :: জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজে চার দিনব্যাপী ১৫ তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ক্যাডেট কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সেনানিবাসের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামসহ অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও কলেজের শিক্ষকবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি হাউসের মোট ১০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ২৯টি ইভেন্টে বড় ও ছোট দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
রাজিয়া হাউজ চ্যাম্পিয়ন ও বীর প্রতীক সিতারা হাউজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

বিডিপ্রতিদিন