সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২২
অনলাইন ডেস্ক
চার্লস দিদিয়েরের জোড়া গোলে ভর করে এবারের লিগে প্রথম জয় তুলে নিল শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ শুক্রবার মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীকে ৪-২ গোলে হারিয়েছে জুলফিকার মাহমুদের দল।
দিদিয়েরের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন ইয়াসিন খান ও এমফন উদোহ।
শুরু থেকে গোছানো ফুটবল খেলে শেখ রাসেল। তবে প্রথম গোলের দেখা পেতে তাদের অপেক্ষায় থাকতে হয় ৪১তম মিনিট পর্যন্ত। বক্সের বাঁ প্রান্ত থেকে উদোহর তুলে দেওয়া বলে বাম পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন আইভরিয়ান মিডফিল্ডার দিদিয়ের।
বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়ায় শেখ রাসেল। এবার এমফনের কর্নারে হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার ইয়াসিন খান। তবে দশ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ জমিয়ে তুলে চট্টগ্রাম আবাহনী। ৬৪তম মিনিটে এক গোল শোধ দেন বামবা। ৭৪তম মিনিটে নাসির উদ্দিন চৌধুরীর গোলে সমতায় ফেরে সাইফুল বারীর দল।
শেষ দিকে রাসেলকে আর আটকাতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ৮৪তম মিনিটে শেখ রাসেলকে আবারো এগিয়ে নেন দিদিয়ের। এমফনের পাসে বক্সের বাইরে থেকে মাপা শটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রাসেলের ব্যবধান বাড়ান এমফন উদোহ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি চট্টগ্রাম আবাহনী।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি