৬ ও ৭ জানুয়ারি রোড মার্চ সফলে ঐক্য পরিষদে প্রস্তুতি সভা

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২২

৬ ও ৭ জানুয়ারি রোড মার্চ সফলে ঐক্য পরিষদে প্রস্তুতি সভা

সিলনিউজ বিডি ডেস্ক :: আগামী ৬ ও ৭ জানুয়ারি সারা দেশ থেকে ঢাকার উদ্দেশ্যে রোড মার্চ কমসূচি সফলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভা ২৩ ডিসেম্বর শুত্রবার সন্ধ্যায় বন্দরবাজারস্থ ব্রহ্মা মন্দিরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবের পরিচালনায় সভায় বক্তরা বলেন ২০১৮ সালের সরকারী দলের নির্বাচনী ইশতেহারে প্রদও প্রতিশ্রুতি দীর্ঘ সময়েও বাস্তাবায়ন হয়নি। এ নিয়ে দীর্ঘ দিন থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সরকারে কাছে দাবি জানিয়ে আসছে এই দাবি আদায় বিগত ২২ অক্টোবর দেশব্যাপি সকাল সন্ধা গণঅনশন পালন করা হয়েছে। তারপরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় সারা দেশের সংখ্যালঘুরা বাধ্য হয়ে সাত দফা দাবি আদায়ে রোড মার্চ কর্মসূচি দিতে হয়েছে আগামী ৬ ও ৭ জানুয়ারি রোড মার্চ কর্মসূচি সফলে সবাইকে ঢাকায় জায়ার জন্য নেতৃবৃন্দ অনুরোধ করেন সভায় বক্তব্য রাখেন।

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকাসস্থ, প্রদীপ কুমার দে, চন্দন দাশ, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, অশোক ধৌত্য,অরূপ রায়, রিপন বৌদ্য, রঞ্চিত্ত রায়, জন্টু কুমার দেব, জি ডি রুমুু, মনোজ দত্ত মুন্না, ধীরেশ কর, মন মোহন দেব নাথ, অখিল সরকার এডভোকেট অরবিন্দু দাশ, গুপ্ত, এডভোকেট বাবলু ভৌমিক, আশিষ রায়, লিটন দেব, অপূর্ব দাশ, রথীন্দ্র দাশ ভক্ত,রকি দেব প্রমুখ ।