বড়লেখায় আপন দু’বোনের করোনা শনাক্ত : আর মৃত ব্যবসায়ী ছিলেন নেগেটিভ

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

বড়লেখায় আপন দু’বোনের করোনা শনাক্ত : আর মৃত ব্যবসায়ী ছিলেন নেগেটিভ

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আপন ু’বোনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। তারে মধ্যে একজনের বয়স ২৫ এবং অন্যজনের বয়স ২৭ বছর। তাদের বাড়ি পৌরসভার বারইগ্রামে । এ পর্যন্ত উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ২৩ জনে। আর সুস্থ হয়ে ওঠেছেন ৬ জন।

অন্যদিকে, গত ৭ জুন সিলেট নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ জ্বর-কাশি নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী অনুরঞ্জন দেবনাথের (৬০) করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ব্যবসায়ীর বাড়ি ছিলো বড়লেখা পৌরসভার হাটবন্দ।

এ ব্যাপারে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বুধবার (১৭ জুন) রাতে বলেন, একই পরিবারের ুজনের করোনা পজিটিভ এসেছে। তারে করোনার উপসর্গ থাকায় গত ৭ জুন নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী অনুরঞ্জন দেবনাথের করোনা নেগেটিভ এসেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ