সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুলাইয়ে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টেস্ট সিরিজে ডাক পেলেন অলরাউন্ডার মঈন আলী। দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথকিম দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বুধবার সন্ধ্যায় ঘোষিত সেই দলে ডাক পেলেন গত বছরের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালীনের জন্য অবসরে যাওয়া মঈন আলী। সম্প্রতি ৩২ বছর বয়সী এ মুসলিম অলরাউন্ডার আবার টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
ক্রিকইনফোর এক টুইট বার্তায় জানা যায় ইংল্যান্ডের ৩০ সদস্যের ক্যাম্পের জন্য ঘোষিত দলে রয়েছেন- অধিনায়ক জো রুট, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্ট্রো, ডম বেস, জেমস ব্রাসি, স্টুয়ার্ড ব্রড, রয় বার্নস, জস বাটলার, জ্যাক ক্রোলি, সেম কারান, জো ডেনলি, বেন ফোকস, লুইস গ্রেগরি, কেটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেগ ওভারট, জেমি ওভারটন, ম্যাট পার্কিনসন, ওলি পোপ, ওলি রবিনসন, বেন স্টোকস, ওলি স্টোন, আমার ভার্দি, ক্রিস ওকস ও মার্ক উড।
প্রাথমিক দলে থাকা এ সব ক্রিকেটারকে নিয়েই সাউদাম্পটনের এজাজ বোলে অনুশীলন চলবে। আর এই ৩০ সদস্যের মধ্য থেকেই চূড়ান্ত দল বাছাই করা হবে।
ইংল্যান্ড সফরে ক্যারিবীয় দল তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। আগামী ৮ জুলাই সাউদাম্পটনে এজাজ বোলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১৬ জুলাই দ্বিতীয় ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে। একই ভেন্যুতে ২৪ জুলাই থেকে শুরু হবে সিরিজের তৃতীয় শেষ ও টেস্ট ম্যাচটি। করোনা সংক্রমণ এড়াতেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে না।
মহামারী করোনারভাইরাসের মধ্যেই টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি