সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
স্পোর্টস ডেস্ক :; পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সাকলাইন মুশতাক বলেছেন, আমি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করার সময় সাকিব আল হাসানকে খুব কাছ থেকে দেখেছি। সে খুবই মেধাবী এবং বুদ্ধিমান বোলার।
সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে বর্তমান বিশ্বের সেরা স্পিনারদের বাছাই করতে গিয়ে সাকিবের প্রশংসা করেন সাবেক এ তারকা অফ স্পিনার।
পাকিস্তানের হয়ে ৪৯টি টেস্ট আর ১৬৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৯৬ উইকেট শিকার করা সাকলাইন মুশতাক বলেছেন, টেস্ট ম্যাচে আমার মতে বিশ্বের সেরা স্পিনার এখন নাথান লায়ন। সে বড় সব দলের বিপক্ষে সফলতা পেয়েছে। ভারত ও পাকিস্তানের সঙ্গেও তার ভালো রেকর্ড রয়েছে।
অস্ট্রেলিয়ান তারকা অফ স্পিনার নাথান লায়ন দেশের হয়ে ৯৬ টেস্টে অংশ নিয়ে শিকার করেছেন ৩৯০ উইকেট।
ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা স্পিনারের তালিকায় সাকলাইন রেখেছেন ভারতীয় দুই তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও চায়নাম্যান বোলার কুলদ্বীপ যাদবকে। সাকলাইন বলেন, রবিচন্দ্রন অশ্বিনও ভালো বোলার, তবে ঘরের মাঠে সে দুর্দান্ত। আর সীমিত ওভারের ক্রিকেটে কুলদ্বীপ যাদব অসাধারণ। তার মাঝে ক্রিকেটীয় জ্ঞান আছে।
৪৩ বছর বয়সী সাকলাইন মুশতাক আরও বলেছেন, পাকিস্তানের শাদাব খানের মাঝেও দারুণ কিছু গুণ রয়েছে। আমি মনে করি, সে টেস্ট ক্রিকেটে ভালো করবে। ইয়াসির শাহর রেকর্ড পরিসংখ্যান দেখলেই বোঝা যায় সে বিশ্বসেরা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি