বিয়ানীবাজারে ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক হওয়ায় ফাহিমের কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

বিয়ানীবাজারে ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক হওয়ায় ফাহিমের কৃতজ্ঞতা প্রকাশ

অনলাইন ডেস্ক : বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়খ কমিটিতে যুগ্ম আহবায়ক মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান সহ সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন হাবিবুর রহমান চৌধুরী ফাহিম।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার হাবিবুর রহমান চৌধুরী ফাহিম বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় তিনি এই ধন্যবাদ জানান।
এক শুভেচ্ছা বার্তায় হাবিবুর রহমান চৌধুরী ফাহিম বলেন, এই অর্জন আমার একার নয়। এই অর্জন সমস্ত বিয়ানীবাজার উপজেলাবাসীর। নেতৃবৃন্দ আমাকে যে মর্যাদা দিয়েছেন আমার জীবন দিয়ে হলেও তা রক্ষা করতে চেষ্টা করবো। পরিশেষে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটিতে হাবিবুর রহমান চৌধুরী ফাহিমকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। বিজ্ঞপ্তি