স্ত্রীকে নিতে না দেয়ায় যাচ্ছেন না হারিস!

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

স্ত্রীকে নিতে না দেয়ায় যাচ্ছেন না হারিস!

স্পোর্টস ডেস্ক :; সাধারণত সফরে ক্রিকেটারদের সঙ্গী হয়ে থাকেন পরিবারের সদস্যরা। কিন্তু ইংল্যান্ড সফরে পরিবারের কাউকেই সঙ্গী করতে পারবে না পাকিস্তানি ক্রিকেটাররা। এমন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আর পরিবার নিয়ে যাওয়ার বিধিনিষেধের কারণেই নাকি ইংল্যান্ড সফরে যাচ্ছেন না ব্যাটসম্যান হারিস সোহেল!

করোনা পরিস্থিতিতে সিরিজ হওয়ার কথা ছিল না এমনিতেই। তার পরেও আধা মিলিয়ন পাউন্ড খরচ করে পাকিস্তানকে বিশেষ ভাড়া করা বিমানে উড়িয়ে আনছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শুধুমাত্র এই সিরিজটি আয়োজনের জন্যই। না হলে যে ক্ষতির মুখোমুখি পড়তে হবে ইসিবিকে। তার ওপর সেখানে সফরকারী দলের ওপরও থাকছে নানা বিধিনিষেধ। থাকতে হবে ‘জীবাণু সুরক্ষিত’ পরিবেশে। সব দিক বিবেচনায় নিয়েই সংক্রমণ রোধে খেলোয়াড় ও স্টাফদের পরিবারের সদস্যদের সফরে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘বোর্ড খেলোয়াড়দের স্পষ্ট করেই বলে দিয়েছে, তাদের পরিবার সঙ্গে যেতে পারবে না। আর সেখানে গেলে আলাদাভাবেই যখন থাকতে হবে, তাই সঙ্গে গিয়েও কোনো লাভ নেই। সেপ্টেম্বর পর্যন্ত সফর শেষ হওয়ার আগে কোনো খেলোয়াড়ই ব্যক্তিগতভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে না।’

এমন বিধিনিষেধের জন্যই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যাটসম্যান হারিস সোহেল। কারণ বিদেশ সফরে তিনি একাকী থাকতে পারেন না। ২০১৫ বিশ্বকাপেই একটি কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডে হোটেলে একা থাকার সময় ‘ভূত’ দেখতে পেয়েছেন বলে দাবি করে বসেন। এরপর থেকেই বোর্ড সব সফরেই তার স্ত্রীকে সঙ্গী হিসেবে রাখার অনুমতি দেয়।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ