সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০
অনলাইন ডেস্ক :
কোভিড-১৯ মহামারীতে ভারতে একদিনেই আক্রান্ত হয়েছেন ৯৬ হাজারের বেশি মানুষ। করোনার বিস্তারের গত ৯ মাসে একদিনে পৃথিবীতে এত সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২০৯ জন। এ নিয়ে কোভিড-১৯ দেশটির ৭৬ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিল।
শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ভারতে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৬ হাজার ৫৫১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ৯৫ হাজার ৭৩৫।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, আক্রান্তের সংখ্যা আরও বেশি। শুক্রবার সকালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয় ৯৬ হাজার ৭৬০ জনের, যা দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড। একই সময়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত সর্বাধিক।
আনন্দবাজার জানিয়েছে, ভারতে গত প্রায় এক মাস ধরে প্রতিদিনই বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে। দৈনিক শনাক্তের ক্ষেত্রেও দেশটি প্রায় প্রতিদিনই আগের দিনের রেকর্ড টপকাচ্ছে। এ হারে চলতে থাকলে অল্প কয়েকদিনের ভেতরেই ভারতে একদিনে লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
শনাক্ত রোগীর সংখ্যায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন রোগী মিলছে ভারতের এক তৃতীয়াংশ। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলেও শনাক্ত রোগী কমছে।
শুক্রবার সকাল পর্যন্ত ভারতে ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে সরকারি হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে মহারাষ্ট্রে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটি ভারতের মধ্যে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মৃত্যুও দেখেছে।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৯ লাখ ১৪ হাজার। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩ লাখ ৩৯ হাজারের বেশি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি