ক্রিকেট বোর্ডের হেড অব সিকিউরিটি মেজর ইমাম আর নেই

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

ক্রিকেট বোর্ডের হেড অব সিকিউরিটি মেজর ইমাম আর নেই

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিকিউরিটি ইনচার্জ মেজর মো. হোসেন ইমাম (অব.) আর নেই। শুক্রবার বিকাল পৌনে চারটায় হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বিসিবি। সপ্তাহখানেক আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেজর হোসেন ইমাম।

মেজর হোসেন ইমাম ২০১৩ সালে নিরাপত্তাপ্রধান হিসেবে ক্রিকেট বোর্ডে যোগদান করেন। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০১৬ সালের এশিয়া কাপসহ অসংখ্য দেশীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি বিসিবির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। ২০১২ সালে জাতীয় দলের আয়ারল্যান্ড সফর এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে জাতীয় দলের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন তিনি।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এক বার্তায় বলেছেন, মেজর ইমাম ছিলেন ক্রিকেট বোর্ডের একজন নিবেদিত ও পরিশ্রমী ব্যক্তি। তিনি ক্রিকেটারদের সুরক্ষায় দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।