সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার পর পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। তখন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে সাদেকা হালিম ও ফারজানা ইসলামের নাম অন্তর্ভূক্ত করার বিষয়টি জানানো হয়।
সাদেকা হালিম এর আগে প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবা ফজলুল হালিম চৌধুরী টানা চারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সাল থেকে ৮৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তিনি। সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ১৯৮৮ সালে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষিকা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
পরে তিনি কমনওয়েলথের ডিগ্রি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধান তথ্য কমিশনার হিসেবে এবং এর আগে ২০০৪ সাল থেকে ২০০৯ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেট সদস্য ছিলেন।
অন্যদিকে, ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি