দোয়ারাবাজারে ভারতীয় মদসহ আটক যুবক

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ আটক যুবক
এনামুল কবির (মুন্না):দোয়ারাবাজারে নিষিদ্ধ ভারতীয় মাদকসহ হো‌সেন আহম্মদ লা‌দেন নামেন এক যুবকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার ইনচার্জ এর দিক‌নি‌র্দেশনায় এসআই দীপন দেবনা‌থের নেতৃ‌ত্বে সঙ্গীয় অ‌ফিসার ও ফো‌র্সের সহ‌যোগীতায় গভীর রাতে অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
অভিযানে ১৮(আঠার) বোতল আমদানী নি‌ষিদ্ধ ভারতীয় মেকডু‌য়েল মদসহ অত্র ইউনিয়নের দ্বী‌নেরটুক গ্রামের ফ‌রিদ আহম্মদের ছেলে হো‌সেন আহম্মদ লা‌দেন (২০) কে গ্রেফতার ক‌রেন। গ্রেফতারকৃত আসামীর বিরু‌দ্ধে মাদক আইনে মামলা রুজু করে সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ