সেরেনাকে হারিয়ে সাত বছর পর ফাইনালে আজারেঙ্কা

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

সেরেনাকে হারিয়ে সাত বছর পর ফাইনালে আজারেঙ্কা

স্পোর্টস ডেস্ক :
ইউএস ওপেনের সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে সাত বছর পর ফাইনালে উঠেছেন আজারেঙ্কা। এর আগে দশবারের দেখায় দশবারই হেরেছিলেন তিনি। ১১ বারের দেখায় এই প্রথম সেরেনা উইলিয়ামসকে হারালেন বেলারুশের এই তারকা।

২০১২ ও ২০১৩ ইউএস ওপেনের ফাইনালে সেরেনার কাছে হেরে যাওয়া আজারেঙ্কা শেষবার গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সাত বছর আগে। আর কিছুদিন পর নিজের ৩৯তম জন্মদিন পালন করতে যাওয়া সেরেনা তিন বছর ধরে নিষ্ফল চেষ্টা করে যাচ্ছেন মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করতে। কে জানে আর কতদিন অপেক্ষা করতে হবে তাকে।

প্রথম সেট ৬-১ এ হারার পর আজারেঙ্কা ঘুরে দাঁড়ান পরের দুই সেট ৬-৩, ৬-৩-এ জিতে। সাত বছর পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলবেন তিনি।

শনিবার ফাইনালে জাপানের নাওমি ওসাকার মুখোমুখি হবেন আজারেঙ্কা।