নিষেধাজ্ঞার শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

নিষেধাজ্ঞার শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক :

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নিধেষাজ্ঞার শঙ্কায়। বোর্ড সদস্য ও প্রধান নির্বাহীসহ সিনিয়র নির্বাহীদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি (এসএএসসিওসি)। এ পদক্ষেপের মাধ্যমে ক্রিকেট বোর্ডে প্রতিষ্ঠিত হল সরকারের নিয়ন্ত্রণ।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকার হস্তক্ষেপ করতে পারে না। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট এখন তাই ঘোর বিপদে। সরকারের এ পদক্ষেপের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধও হতে পারে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার এসএএসসিওসির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়- ক্রিকেট বোর্ডে অনেক অপশাসন ও অপকর্ম চলছে, তাতে ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। গত ডিসেম্বর থেকে ক্রিকেট বোর্ডে বেশ অস্থিরতা চলছিল। বোর্ডের প্রশাসনে এসেছে অনেক রদবদল। এসএএসসিওসি এখন একটি ‘টাস্ক টিম’ নিয়োগ করবে, যারা বোর্ডের ভেতরের ঘটনা তদন্ত করবে। কাজ শুরুর এক মাসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে।

এখন আইসিসি খতিয়ে দেখবে, তাদের আইনের পরিপন্থী কিছু হয়েছে কিনা, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের এ ঘটনায়।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ