সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
অনলাইন ডেস্ক : বাংলাদেশ স্কাউটস সিলেট মেট্রোপলিটন জেলার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সভাপতিত্ব করেন।
নির্বাচন কমিশনার ও এডিসি (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানার সঞ্চালনায় সিলেট মেট্রোপলিটন জেলার কমিশনার পদে রাজা জিসি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মুমিতের নাম প্রস্তাব করা হয়।
পরে সভায় উপস্থিত সকল কাউন্সিলরবৃন্দ সর্বসম্মতভাবে কমিশনার পদে মো. আবদুল মুমিতকে নির্বাচিত ঘোষনা করা করা হয়।এছাড়া, সিলেট মেট্রোপলিটন জেলার সম্পাদক পদে আবদুল গফুর ইসলামী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান ও কোষাধক্ষ্য পদে খাজাঞ্চিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমানকে নির্বাচিত হন।
সিলেট মেট্রোপলিটন জেলা স্কাউটসের নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি এডিসি (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, এইডেড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক আব্দুল হক, জিন্দাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন, উমরশাহ তের রতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেদ নুরুল হোসেন।
এছাড়া, গ্রুপ সভাপতি (স্কাউটস) জহির তাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত, গ্রুপ সভাপতি (কাব) গৌছ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা বেগম, স্কাউটস লিডার (স্কাউটস) দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো.ফয়সাল আহমদ, কাব লিডার প্রতিনিধি কায়স্হরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর কাদের প্রমুখ।
এদিকে, বিয়ানীবাজারের কৃতি সন্তান রাজা জিসি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মুমিত সিলেট মেট্রোপলিটন জেলার কমিশনার নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি