সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
অনলাইন ডেস্ক
নতুন বছরের প্রথম দিনের মধ্যরাতে মাকিভকা অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্রের এ আঘাতে একটি ভোকেশনাল স্কুল উড়ে যায়। অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন বলে সোমবার ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়।
তবে ইউক্রেনীয় হামলায় অন্তত ৬৩ জন রুশ সেনা নিহত হয়েছে বলে ‘বিরল’ স্বীকারোক্তি দিয়েছে রাশিয়া। এই ঘটনাকে দশ মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে রুশ সেনাদের ওপর ইউক্রেনের ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মাকিভকা দোনেতস্ক অঞ্চলে প্রাদেশিক রাজধানী। ২০১৪ সাল থেকে রুশ সমর্থিত মিলিশিয়ারা শহরটি নিয়ন্ত্রণ করে আসছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র নির্মিত ছয়টি হিমার্স রকেট দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর বলেছেন, নিহতদের সেনাদের অনেকেই ছিলেন স্থানীয়।
রুশ সামরিক ব্লগার আর্চঅ্যাঞ্জেল স্পেৎজনাস জেড লিখেছেন, মাকিভকাতে যা ঘটেছে তা ভয়াবহ। এত বিপুল সংখ্যক সেনাকে এক জায়গা সমাবেশ করার ধারণা কার মাথা থেকে বের হয়েছে। এমনকি একজন বোকাও জানে যে, যদি তাদের কামান দিয়ে আক্রমণ করা হয় তাহলে অনেকেই আহত বা নিহত হবে?
এই ক্ষোভ রুশ আইনপ্রণেতাদের মধ্যেও ছড়িয়েছে। রুশ সিনেটের সদস্য ও সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী গ্রিগরি কারাসিন শুধু যে ইউক্রেন ও ন্যাটো মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধের দাবি তুলেছেন তা নয়, একই সঙ্গে তিনি অভ্যন্তরীণ পর্যালোচনারও দাবি জানিয়েছেন।
আইনপ্রণেতা ও রুশ সিনেটের সাবেক চেয়ারম্যান সের্গেই মিরোনভ যেসব কর্মকর্তা এত বিপুল সংখ্যক সেনাকে এক স্থানে জড়ো করেছেন তাদের শাস্তি দাবি করেছেন। তিনি বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেনাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি