সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
অনলাইন ডেস্ক :: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২১ ডিসেম্বর শেল বাহাদুর নামে একটি হাতির মৃত্যু হয়। এরই মধ্যে খোঁজ নিয়ে জানা গেল, ১৬ ডিসেম্বর একটি সিংহ ও ১৯ নভেম্বর মারা যায় একটি ব্লু ওয়াইল্ডবিস্টও। শেল বাহাদুরের মৃত্যুর খোঁজ-খবর জানতে গিয়ে সিংহ ও ওয়াইল্ডবিস্টের মৃত্যুর খবর জানা গেছে। তবে প্রাণী মৃত্যুর বিষয়টি সাফারি পার্ক কর্তৃপক্ষ গোপন রাখার চেষ্টা করেন।
এদিকে গত বছরের ২৬ ফেব্রুয়ারি মারা যায় আফ্রিকার প্রাণী লেমুর। ওই বছরের ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১১টি জেব্রা এবং একটি করে বাঘ ও সিংহ মারা যায়। প্রাণীগুলোর মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সর্বশেষ হাতি মৃত্যুর ঘটনাটিও সাফারি পার্কের কর্মকর্তারা গোপন রাখার চেষ্টা করেন। সোমবার বিকেল পর্যন্ত সিংহী ও ব্লু ওয়াইল্ডবিস্টের মৃত্যুর বিষয়টিও গোপন রাখেন সাফারি পার্কের কর্মকর্তারা। কিন্তু থানায় হাতির ঘটনায় সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে খোঁজ নিতে গিয়ে সিংহ ও ওয়াইল্ডবিস্টের মৃত্যুর তথ্য জানা যায়।
পরে শ্রীপুর থানায় দায়ের করা দুটি সাধারণ ডায়েরির বিষয়ে কথা হয় সাফারি পার্ক প্রকল্প পরিচালক মো. ইমরান হাসানের সাথে। তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় পার্কের কোর সাফারির ভেতরে একটি মাদী সিংহ মারা যায়। আর মাদি ওয়াইল্ডবিস্টের মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে।
তিনি আরও জানান, মারা যাওয়ার পর ওইদিনই মৃত সিংহীর ময়নাতদন্ত সম্পন্ন হয়। সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসালয়ের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চিকিৎসকরা মৃত সিংহীর ময়নাতদন্ত করেন। মৃত সিংহের অঙ্গ-প্রত্যঙ্গের বিভিন্ন নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে সিংহীটির মৃত্যু হার্ট অ্যাটাক বলে জানা গেছে। তবে পরীক্ষাগারে পাঠানো নমুনার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিংহ মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠন করা তদন্ত কমিটি তদন্তের প্রয়োজনে আরো দুই সদস্যকে যুক্ত করে তদন্তকাজ চালিয়ে যাচ্ছে বলে জানান সাফারি পার্ক প্রকল্প পরিচালক মো. ইমরান হাসান।
সাফারি পার্কের কর্মকর্তারা জানায়, সিংহটি ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। এর বয়স হয়েছিল ১৪ বছর। এটি মারা যাওয়ায় এখন সাফারি পার্কে সিংহী আছে মাত্র একটি। সিংহ আছে সাতটি।
সাফারি পার্কের একটি সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে ওয়াইল্ডবিস্টের মৃত্যুর হয়েছে বলে দাবি করলেও সেটি অসুস্থতায় ভুগে মারা গেছে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি