সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
অনলাইন ডেস্ক :: ফরিদপুরের বোয়ালমারীতে বেড়েছে কুয়াশা ও শীতের দাপট। গত কয়েকদিন তীব্রভাবে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমে গেছে হঠাৎ করে। আর ঘন কুয়াশায় স্থবির হয়ে গেছে চারদিক। রাতে ঘন কুয়াশার কারণে সড়ক, মহাসড়ক ও রেলপথে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যান।
রাতের প্রথম প্রহরে হঠাৎ করে ঘন কুয়াশায় ঝাপসা হয়ে যাচ্ছে চারদিক। ফলে মহাসড়কে সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা। একইভাবে ঝুঁকি নিয়ে চলছে রেলগাড়ি। সকালে দশ হাত দূরেও ঠিকমতো দেখা যায় না। তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে। ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার রাত ৯টায় পৌরসভার ব্যস্ততম স্থান চৌরাস্তায় দেখা গেছে, ঘন কুয়াশার কারণে মহাসড়ক আচ্ছন্ন থাকায় পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
এছাড়া ঘন কুয়াশার কারণে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া, দিনমজুর, দরিদ্র মানুষেরা। শীত উপেক্ষা করেই ভোর হতেই বেরিয়ে পড়ছেন তারা।
ঢাকাগামী এক বাসচালক বলেন, ঘন কুয়াশায় ১০-১৫ ফুট দূরের কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। তাই হেডলাইট জ্বালিয়ে ধীরে বাস চালাতে হচ্ছে।
এক ট্রাকচালক বলেন, ঘন কুয়াশার কারণে গাড়ি চালানো যাচ্ছে না। রাত বারার সাথে সাথে ঘন কুয়াশা শুরু হয়েছে। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লেগেছে তিন ঘণ্টা।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি