অনলাইন ডেস্ক : জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দুই অংশ একিভূত হবার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ দু পক্ষের মতবিনিময় সভায় লিঁয়াজো কমিটি গঠনের মধ্য দিয়ে এই প্রক্রিয়ার সূত্রপাত হয়।সভায় সুনীল কুমার মালোকে আহবায়ক ও শেখ মনিরুজ্জামান লিটনকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট একটি লিঁয়াজো কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক সিলেটের দিনকালের প্রধান সম্পাদক,সিল নি্উজ বিডি ডট কমের উপদেষ্টা সম্পাদক,সিলেটের প্রগতিশীল সাংবাদিক,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সিলেট জেলা শাখার প্রতিষ্টাতা সভাপতি আব্দুল লতিফ নুতনকে সদস্য মনোনিত করা হয়েছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা মহীউদ্দিন মানুর সভাপতিত্বে এক পক্ষের সভাপতি মিয়া মনসফ অপর পক্ষের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন তাদের বক্তব্য তুলে ধরেন। দু অংশের দু’ নেতার সমঝোতা বক্তব্যের পর একটি লিঁয়াজো কমিটি গঠন করা হয়। লিঁয়াজো কমিটি দু পক্ষের কেন্দ্রীয় ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একিভূত হবার বিষয়টি চুড়ান্ত করবেন। আহবায়ক- সুনীল কুমার মালো,সদস্য সচিব- শেখ মনিরুজ্জামান লিটন,সদস্য- মহিউদ্দিন মানু, মিয়া মনসফ,স্বপন সাহা,আক্তারুজ্জামান মিথুন, ইয়াছিন মোহাম্মদ,মন্জুর আলম,সুসান আনোয়ার চৌধুরী, আবদুল লতিফ নতুন, জিয়াউল হক শিমুল, নবেন্দু সাহা, শিকদার মাহমুদুল আলম তারেক, শেখ নূর কুতুবুল আলম।