ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালকে বিদায় শুভেচ্ছা জানান ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালকে বিদায় শুভেচ্ছা জানান ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি :
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের স্বেচ্ছায় বদলীজনীত বিদায়বেলা তাকে বিদায় শুভেচ্ছা জানান ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় ছাতক থানায় উপস্থিত হয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা জানান। এসময় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার(হেড কোয়াটার, সুনামগঞ্জ) মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার ওসি(অপারেশন) মিজানুর রহমান ও ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম, উপস্থিত ছিলেন। বিদায় শুভেচ্ছা জানান ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, ফটো সাংবাদিক আমির আলী, সাংবাদিক তমাল পোদ্দার, মাহবুব আলম, সদরুল আমিনসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। গত বছরের ১ জুন মোস্তফা কামাল ছাতক থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন। প্রায় ১ বছর ৪ মাস ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন কালে এখানের সেবাভোগী মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি। যে কারনে এখানের মানুষও তাকে আপন করে নিতে পেরেছিল। তার হঠাৎ এ কর্মকর্তার স্বেচ্ছায় বদলী হওয়ার বিষয়টি অনেকেরই মনে দাগ কেটেছে। নেতৃবৃন্দ তার নতুন কর্মস্থলে নতুন উদ্যমে মানুষের সেবা করার সক্ষমতার পাশাপাশি তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।##

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ