সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদক
একদিনের ব্যবধানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এ করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার সংখ্যা কমেছে ৮৪ দশমিক ৮২ শতাংশ। একইসাথে কমেছে শনাক্তের সংখ্যাও।
শনিবার (১২ সেপ্টেম্বর) শাবিপ্রবির পিসিআর ল্যাবে মাত্র ৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে গতকাল শুক্রবার করা হয়েছিল ৪৬৮ জনের নমুনা পরীক্ষা। এদিকে আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এ করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় মোট পজিটিভ রোগীর সংখ্যা ১৫ জন। যা শুক্রবার ছিলো ৮০ জনে।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান আজ শাবির ল্যাবে নতুন ১৫ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। শনাক্ত হওয়ারা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে সুনামগঞ্জের ৯ জন ও সিলেট জেলার ৬ জন রোগী রয়েছেন।
এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে শনিবার সিলেটের ১৮টি ও সুনামগঞ্জের ৫টি নমুনা জমা পরে। তবে এদিন পূর্বে সংরক্ষিত আরও কয়েকটি নমুনা নিয়ে মোট ৭১টি নমুনা পরীক্ষা করা হলে এ ১৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি