উপনির্বাচন পরিচালনায় আ’লীগের দায়িত্ব পেলেন যে ৫ নেতা

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

উপনির্বাচন পরিচালনায় আ’লীগের দায়িত্ব পেলেন যে ৫ নেতা

অনলাইন ডেস্ক :
আসন্ন ৩ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে দলটির কার্যনির্বাহী সংসদের পাঁচজন নেতাকে।

শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা-৫ আসনের উপনির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে। তার সঙ্গে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

এ ছাড়া পাবনা-৪ আসনের উপনির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানকে। আর নওগাঁ-৬ আসনে দায়িত্ব পেয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এই দুটি আসনে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ