কমলগঞ্জে ছাত্রদলের ৩ ইউনিটের কমিটির অনুমোদন

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

কমলগঞ্জে ছাত্রদলের ৩ ইউনিটের কমিটির অনুমোদন

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩টি কমিটি অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। গত শনিবার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর যৌথ স্বাক্ষরে কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন দেন।
এর মধ্যে কাজী ফয়সল আহমদকে আহবায়ক ও জুনায়েদ আব্বাসী চৌধুরী দিনারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা কমিটি, জুয়েল আহমদ জুলিকে আহ্বায়ক ও সৈয়দ এবাদুর রহমান জেমস্কে সদস্য সচিব করে কমলগঞ্জ পৌর এবং তাহমৃদুল হক রাফাতকে আহ্বায়ক ও সুজেদ আলীকে সদস্য সচিব করে কমলগঞ্জ সরকারী গণমহাবিদ্যালয় শাখা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত তিন কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে কমিটিগুলোর আওতাধীন সকল ইউনিটের কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ