গোলাপগঞ্জে ভারতীয় বিড়িসহ যু্বক আটক

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

গোলাপগঞ্জে ভারতীয় বিড়িসহ যু্বক আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে লক্ষাধিক টাকার ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়িসহ মাহবুব মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার লক্ষনাবন্দ ইউপির দক্ষিণভাগ (পুরান পাড়া) গ্রামের আব্দুল মতিনের ছেলে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার লক্ষনাবন্দ ইউপির দক্ষিনভাগ (পুরানপাড়া) থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত মাহবুব মিয়ার বাড়ি থেকে ৮০ হাজার শলাকা ও তার বড় ভাই কয়েছ আহমদ (৩৫) এর মুদি দোকান থেকে আরও ৫ হাজার শলাকা বিড়িসহ ৮৫ হাজার শলাকা বিড়ি উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা বলে জানায় পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি (মামলা নং-৭) দায়ের করা হয়েছে।