নগরীতে বিক্রয় হচ্ছে টিসিবির পেঁয়াজ

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

নগরীতে বিক্রয় হচ্ছে টিসিবির পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর ৯টি স্থানে বিক্রয় করা হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীতে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করে (টিসিবি)। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি ক্রয়ের সুযোগ থাকলেও ক্রেতা বেশি হওয়ায় আজ এক কেজি করেই বিক্রি করছে টিসিবি। এছাড়াও টিসিবি পেঁয়াজের সঙ্গে চিনি, মশুর ডাল এবং সয়াবিন তেল বিক্রি করছে।

সিলেটে গত দুই সপ্তাহ ধরে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় গরিব ও নিম্ন আয়ের মানুষ পড়েছিলেন বিপাকে। গত সপ্তাহে সিলেটের বিভিন্ন বাজারে ৪৫-৫০ টাকাও বিক্রি হয় পেঁয়াজের কেজি। তাই আজ থেকে সিলেটে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করায় গরিব ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

টিসিবির সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. ইসমাইল মজুমদার বলেন, সিলেট নগরীর ৯টি স্থানে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হচ্ছে- নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, বন্দরবাজার এলাকা (ক্বিনব্রিজের নিচ বা রেজিস্ট্রারি মাঠ), শাহী ঈদগাহ, আলিয়া মাদরাসা মাঠ, বাগবাড়ি পিডিবি কার্যালয়, টিলাগড় পয়েন্ট, আলমপুর টিটিসি, বৈরাতী কমিউনিটি সেন্টার মদিনা মার্কেট এবং আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। তবে সব ডিলার একসাথে নয়, বাই রোটেশনে প্রতিদিন ৯ জন ডিলার পণ্য বিক্রি করবেন বলে মো. ইসমাইল মজুমদার জানান।

ইসমাইল মজুমদার আরো জানান, সিলেটে বর্তমানে চিনি ৫০ টাকা কেজি, মশুর ডাল ৫০ টাকা কেজি, সয়াবিন তেল ৮০ টাকা লিটার ও পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি করছে টিসিবি।

এদিকে, করোনার কারণে মানুষের আয় কমে যাওয়ায় এবং কয়েকদিন ধরে দোকানে বেশি দামে পেঁয়াজ বিক্রি হওয়ায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকমুখী মানুষের ভিড় ছিলো লক্ষণীয়। টিসিবির ট্রাকে স্বল্পমূল্যে পেঁয়াজ পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

নগরীতে টিসিবির পণ্য বিক্রয়ের স্থানগুলো ঘুরে দেখা গেছে, পেঁয়াজের চড়া মূল্যের বাজারে সাশ্রয়ী দামে পণ্যটি কিনতে নিম্ন থেকে মধ্যম আয়ের মানুষ পর্যন্ত টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়েছেন। লম্বা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কম দামে পেঁয়াজ ক্রয় করতে পেরে ভোক্তা সাধারণ ফেলছেন স্বস্তির নি:শ্বাস।

এ সংক্রান্ত আরও সংবাদ