সিলেট বিভাগে আরও ৯৩ জনের দেহে করোনা

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

সিলেট বিভাগে আরও ৯৩ জনের দেহে করোনা

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে নতুন করে আরও ৯৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) শনাক্তদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে ৩১ জন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৬২ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানীর ল্যাবে ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তরা সবাই সিলেট ও মহানগর এলাকার বাসিন্দা।

আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল জানান, রোববার শাবির ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৩২ জন, সিলেটের ১৭ জন এবং হবিগঞ্জ জেলার ১৩ জন রয়েছেন।