মেয়র আরিফ ও প্রধান প্রকৌশলীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

মেয়র আরিফ ও প্রধান প্রকৌশলীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

অনলাইন ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের রোগমুক্তি কামনা করে সনাতন ধর্মাবলম্বী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় সিলেট নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়া প্রাঙ্গনে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বিশেষ প্রার্থনায় সভায় করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি দেশ ও বিশ্ববাসীকে মহামারি করোনা ভাইরাসের ব্যাধি থেকে সুস্থ রাখার জন্য সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করা হয়।

প্রার্থনায় অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান অ্যাসেসর চন্দন দাস, উপ-সহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে, অংশুমান ভট্টাচার্য রাকু, দেবব্রত তালুকদার, কর্মচারী সংঘের দপ্তর সম্পাদক গৌতম রায়, ভূপাল রঞ্জন চন্দ্র, সুষেন চন্দ্র দে, উত্তম শীল, সুপ্রিয় চৌধুরী রাজ, সুজন মল্লিক, জ্যোতিষ চক্রবর্তী, ভানুঞ্জয় দাশ ভানু এবং সনাতন ধর্মাবলম্বীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।