সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :
লিগ ওয়ানে প্রথম ম্যাচে করোনায় আক্রান্ত দলের মূল তারকাদের নিয়ে মাঠে না নামতে পারায় হারতে হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)।
দ্বিতীয় ম্যাচে নেইমার ফিরলেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি দলটি। মার্সেইয়ের কাছে ০-১ গোলে হেরেছে পিএসজি।
তবে এই হারকেও ছাপিয়ে গেছে নেইমারসহ ওই ম্যাচে ৫ লালকার্ডের বিষয়টি।
মূলত পুরো খেলাতেই লাল ও হলুদকার্ডের বন্যা বইয়ে দিয়েছেন রেফারি। লাল-হলুদ মিলে এ ম্যাচে ১৭টি কার্ড দেখান রেফারি, একবিংশ শতাব্দীতে লিগ ওয়ানের ইতিহাসে যা প্রথম!
ম্যাচটায় শেষ মুহূর্তেই ঘটেছে যত অঘটন। একটি ফাউল কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুদলের খেলোয়াড়। ধাক্কাধাক্কি, হাতাহাতি থেকে শুরু করে লাথি মারার কাণ্ড করতেও বাদ রাখেনি দুদলের খেলোয়াড়রা।
ফল পিএসজির নেইমার, লেভিন কুরজাওয়া ও লিয়ান্দ্রো দানিয়েল পারেদেস এবং মার্সেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তোকে লালকার্ড দেখান রেফারি।
অবশ্য ম্যাচে বেশ কয়েকবারে মার্সেইর আলভারো গনজালেসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন নেইমার।
শেষতক লালকার্ড নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।
আর নিজেকে নির্দোষ বলেও দাবি করেছেন নেইমার। মাঠ ছাড়তে ছাড়তে চতুর্থ ম্যাচ অফিসিয়ালের কাছে নেইমার অভিযোগ করেন, আমাকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে।
এতেই খেদ মেটেনি নেইমারের।
ম্যাচশেষে ঘটনা প্রসঙ্গে টুইট করেছেন নেইমার। গনজালেসকে উদ্দেশ্য করে নেইমার টুইটারে লিখেছেন– ‘আমার একটাই আফসোস, ওকে কেন চড় মারলাম না।’
এর পর দ্বিতীয় আরেকটি টুইট করেন নেইমার।
সেখানে গনজালেসের বিরুদ্ধে বর্ণবাদী গালি দেয়ার অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি।
তিনি লিখেছেন– ‘গনজালেস আমাকে বানর ও শূকরছানা বলে গালি দিয়েছে, এটির কী হবে? আমি দেখতে চাই এটির কী বিচার হয়। আমি রেইনবো ফ্লিক (এক ধরনের বিশেষ স্কিল) করলে আমাকে শাস্তি দেয়া হয়। একটা থাপ্পড় মারায় লালকার্ড দেয়া হয়। কিন্তু তাদের বেলায় কী হবে?’।
নেইমার যেমন টুইটে যতই অভিযোগ তুলুক। বর্ণবাদী কোনো আক্রমণ ঘটেনি বলে দাবি করেছেন মার্সেই ম্যানেজার আন্দ্রে ভিলা-বোয়াস।
ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফুটবলে বর্ণবাদের কোনো ঠাঁই নেই। আমি মনে করি না এটি ঘটেছে। আমাদের দেখতে হবে।’
ম্যাচের হাইলাইটস ও নেইমারকে লালকার্ড দেখানোর ভিডিও দেখুন-
তথ্যসূত্র: মার্কা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি