ভেনিজুয়েলায় আটক মার্কিন গুপ্তচরের নাম প্রকাশ

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

ভেনিজুয়েলায় আটক মার্কিন গুপ্তচরের নাম প্রকাশ

অনলাইন ডেস্ক :

ভেনিজুয়েলার বৃহত্তম তেল শোধনাগার কমপ্লেক্সের কাছ থেকে আটক মার্কিন গুপ্তচরের নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির সরকার।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম উলতিমাস নোতিসিয়াস জানিয়েছে, গত বৃহস্পতিবার আরও তিনজনসহ আমেরিকার যে গুপ্তচরকে আটক করা হয়েছে তার নাম জন হিথ ম্যাটিউ এবং তিনি মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য। খবর রয়টার্সের।

তাকে সহযোগিতাকারী তিন ব্যক্তির মধ্যে একজন ভেনিজুয়েলার ন্যাশনাল গার্ড বাহিনীর মেজর।

ভেনিজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফ্যালকন প্রদেশ থেকে জুলিয়া প্রদেশে যাওয়ার সময় তাদের আটক করা হয়। শুক্রবার এক ভাষণে তাদের আটকের খবর জানিয়েছিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য ম্যাটিউ ইরাক যুদ্ধে অংশ নিয়েছেন এবং আটকের সময় তার কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন, কয়েকটি ক্রেডিট কার্ড এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা হোয়াইট হাউস এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

নিকোলাস মাদুরো শুক্রবারের ভাষণে অন্য প্রসঙ্গে জানিয়েছিলেন, সম্প্রতি ভেনিজুয়েলা কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলীয় কারাবোবো প্রদেশের এলপালিতো শোধনাগারে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে হামলার একটি চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে।

গত মাসে মাদুরোকে উৎখাতের অপচেষ্টার দায়ে মার্কিন সেনাবাহিনীর সাবেক দুই সদস্যকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন ভেনিজুয়েলার একটি আদালত।

মাদুরোকে উৎখাতের জন্য দীর্ঘ দিন ধরে তৎপরতা চালিয়ে আসছে মার্কিন সরকার। এ লক্ষ্যে তারা দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপসহ নানা পদক্ষেপ নিলেও মাদুরো এসবের থোরাই কেয়ার করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ