সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
অনলাইন ডেস্ক :
সিঙ্গাপুরে ডরমিটরিতে থাকা অভিবাসী শ্রমিকদের করোনাভাইরাস ঠেকাতে মাঠে নেমেছে দেশটির কর্তৃপক্ষ। বিশ্বের অন্যান্য দেশের মতো দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ায় কার্যত করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সিঙ্গাপুর।
সিঙ্গাপুরের অবকাঠামো ও জাহাজ নির্মাণ খাতে কাজ করছেন ৩ লাখেরও বেশি শ্রমিক। তাদের ডরমেটরিতে একই কক্ষে গাদাগাদি করে থাকতে হয় অনেককে। সিঙ্গাপুরে ৫৭ হাজারেরও বেশি করোনা আক্রান্ত। এর মধ্যে ৯৫ শতাংশই অভিবাসী শ্রমিক অথবা এসব ডরমিটরির বাসিন্দা।
করোনার প্রকোপতা দেখা দিলে দেশটির কর্তৃপক্ষ এসব ডরমিটরিগুলো সিল করে দেয়। সেখানে ব্যাপকভিত্তিকভাবে পরীক্ষা চালানো হয়।
সিঙ্গাপুরের বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ লিয়ঙ্গ হো ন্যাম বলেন, আমাদের বাস্তববাদী হতে হবে। অর্থনীতিও চালু রাখতে হবে।
গত মাসে সরকারিভাবে দেশকে করোনামুক্ত ঘোষণার পর এখনো এসব ডরমিটরিতে প্রতিদিন গড়ে ৪৫ জনের করোনা শনাক্ত হচ্ছে। আর এসব ডরমিটরির বাইরে দিনে গড়ে দুই জনের করোনা শনাক্ত হচ্ছে।
তবে এসব ডরমিটরি একেবারে বন্ধ করে দেওয়ার বদলে ভিন্ন পথে হাঁটছে কর্তৃপক্ষ। দফায় দফায় পরীক্ষার পরই কর্মীদের কাজে যেতে দেওয়া হচ্ছে। সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার ওপর ব্যাপক জোর দেওয়া হচ্ছে। নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শনাক্ত হওয়ার ব্যক্তির কাছাকাছি থাকা ব্যক্তিদের দ্রুত আইসোলেশনে নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি