সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :
অতিথি দলকে সাদরে আমন্ত্রণ জানানোই রীতি, তাদের চাহিদা অনুসারে প্রস্তুতি জোরদারের সব ব্যবস্থাই করে থাকে স্বাগতিক দল।
সফরকারী দলের সুবিধার্থেই স্বাগতিক দল প্রস্তুতি ম্যাচ খেলতে তাদের প্রেসিডেন্ট একাদশ বা বিভিন্ন নামে দল সাজিয়ে সফরকারী দলের সঙ্গে আন-অফিসিয়াল ম্যাচের ব্যবস্থা করে দেয়।
শুধু তাই নয়, সফরকারী দলের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য নেট বোলার দিয়েও সহযোগিতা করে স্বাগতিকরা। ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিতি ক্রিকেটে এতদিন এটাই রীতি ছিল। কিন্তু করোনার অজুহাত দেখিয়ে কোনো ধরনের সৌজন্য দেখাতে চাচ্ছে না শ্রীলংকান ক্রিকেট বোর্ড।
এ ব্যাপারে সোমবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, শ্রীলংকায় গিয়ে আমাদের দল থাকার কথা ডাম্বুলায়, কলম্বোয় নয়। এমনিতেই ওই জায়গা আইসোলেটেড। সেখানে রুম থেকে আমাদের ক্রিকেটারদের বের হতে বারণ করা হয়েছে। এটা শুনে আমরা আশ্চর্য হয়েছি।
তিনি আরও বলেন, সাধারণত সফরে গেলে বল থ্রো করার জন্য থ্রোয়ার দেবে, নেট বোলার দেবে, যে কোনো দেশে গেলেই দেয়। ওরা এটাও দিচ্ছে না। সেটাও না হয় বুঝলাম ঠিক আছে কিন্তু আমাদের এখান থেকেও নিতে দেবে না। ওরা কী বলতে চাচ্ছে, আমি বুঝতে পারছি না। এটা তো ছেলেখেলা নয়,আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ!
বাংলাদেশ দলের প্রস্তুতির সুবিধার্থে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে রাজি নয় শ্রীলংকা। শুধু তাই নয়, বাংলাদেশ ঢাকা থেকে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কোনো ক্রিকেটার নিতে চাইলেও সেই অনুমতি দিচ্ছে না শ্রীলংকা। তারা বলেছে ৩০ জনের বেশি নেয়া যাবে না।
এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেছেন, ৩০ জনের মধ্যে নেট বোলার, থ্রোয়ার, সিকিউরিটি, মেডিকেল টিম, সবই আমাদের নিতে হবে। তাহলে ক্রিকেটারই তো নিতেই পারব না! ওরা বলেছিল যে ওদের ওখানে করোনাভাইরাস পরিস্থিতি ভালো। সেজন্যই আমরা বড় স্কোয়াড নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। এখন প্র্যাকটিসই করতে দিচ্ছে না। যেখানে আমাদের ক্রিকেটাররা ৭ মাস ধরে খেলায় নেই, ওখানে গিয়েও প্র্যাকটিস করতে পারব না- এটা তো হয় না।
পাপন আরও বলেছেন, এসব চিন্তা করে আমরা আজকে ঠিক করলাম যে, আমরা জানিয়ে দেব- আমাদের চিন্তাধারার সঙ্গে ওদের বাস্তবের কোনো মিল নেই। ওরা যেটা দিয়েছে এটা মেনে কোনো অবস্থাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। তারপর দেখি ওরা কী বলে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি