পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাতের করোনা জয়

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাতের করোনা জয়

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেনের করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রিপোর্ট নেগেটিভ আসার খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
হাসনাত হোসেন মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে বলেন, ‘আলহামদুলিল্লাহ্। আজকে আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত থাকাকালীন যারা আমার খোঁজ খবর নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন বলেন, ১৪ দিন কোয়ারেন্টাইন পালব করে গতকাল হাসনাত হোসেন নমুনা দিয়েছিলেন আজ তার রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।